গত বছর আইপিএলের নিলামে মিচেল স্টার্ককে দলে এনে ইতিহাস তৈরি করেছিল কলকাতা নাইট রাইডার্স। দলটি এই অস্ট্রেলিয়ান পেসারকে 24.75 কোটি ভারতীয় রুপিতে দলে এনেছে, এটি এমন একটি রেকর্ড যা IPL নিলামের ইতিহাসে কোনো ক্রিকেটার বিক্রি হয়নি।
যাইহোক, পাঞ্জাব কিংস শ্রেয়াস আইয়ারের সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে, যিনি 2025 সালের আইপিএলের আগে অনুষ্ঠিত মেগা নিলামে 'মার্কি' সেট থেকে নিলাম হওয়া তৃতীয় ক্রিকেটার ছিলেন। শুরুতে কলকাতা এবং শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের সাথে লড়াই করার পর, পাঞ্জাব আইয়ারকে 26.75 কোটি রুপিতে দলে নিয়ে আসে।
ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা
ইউক্রেনের মানচিত্র দেখানোয় ত্রুটি, ক্ষমা চাইলো ফিফা
India-Pakistan face to face in exciting fight night
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গত মৌসুমে অধিনায়ক হিসেবে কলকাতাকে শিরোপা এনে দিয়েছিলেন আইয়ার। তারপরও মেগা নিলামের আগে অধিনায়ককে ছেড়ে দিল কলকাতা। মেগা নিলামে এই মিডল অর্ডারকে ফিরিয়ে আনতে খুব বেশি লড়াই করেনি কলকাতা। তবে শেষ পর্যন্ত লড়েছে পাঞ্জাব ও দিল্লি। যদিও শেষ পর্যন্ত শেষ হাসিটা পাঞ্জাবের।
এদিকে পাঞ্জাব কিংস ভারতীয় পেসার আরশদীপ সিংকে ১৮ কোটি ভারতীয় রুপিতে ফিরিয়ে এনেছে। কাগিসো রাবাদাকে ১০ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছে গুজরাট টাইটান্স। এছাড়া ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলারকে ১৭ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছে দলটি।