ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
আইপিএলে আগামী ৩ মৌসুমে সাকিবসহ ১৩ জনের নাম পাঠাল বিসিবি
টাইগারদের দাপুটে বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ
আফগানদের বিপক্ষে সাকিবের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব ২০২৫। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেরাধুলায় শারীরিক ও মানসিক উভয় সুস্থ রাখে। যার ফলে মেধারও বিকাশ ঘটে।
তারণ্যের কথা চিন্ত করেই সারদেশের ন্যায় রাজশাহীর চারঘাট উপজেলায় টি-১০ ক্রিকেট খেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে দিনের শুরুতে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার জান্নতুল ফেরদৌস জাতিয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ তৌফিক রেজা, প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, ডিজিএম (পল্লী বিদ্যুৎ-২) রঞ্জন কুমার সরকার, বিআরডিবি কর্মকর্তা জহুরুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
টি-১০ খেলায় উপজেলার মোট ৮টি দল অংশ গ্রহন করেছে। উদ্বোধনী খেলায় উপজেলার নীমপাড়া ইউনিয়ন এবং ভায়ালক্ষীপুর ইউনিয়ন দল অংশ গ্রহন করে। এই খেলার ফাইনাল ম্যাচ আগামী ১৯ তারিখ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপাভাইজার রাহিদুল ইসলাম। তারুণ্যের উৎসব ২০২৫ এর আহবায়ক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টি-১০ ক্রিকেট খেলার নেতৃত্ব দেন।
উদ্বোধনের শুরুতে প্রধান অতিথি তরুণদের উদ্দ্যেশে বলেন, এই উপজেলা মাদক প্রবণ এলাকা। মাদক খুব সহজ লোভ্য হওয়ার কারনে তুরণ, যুবকসহ বিভিন্ন বয়সের মানুষ মাদকে আসক্ত হচ্ছে। মাদকের কারনে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা থেকে ঝড়ে পড়ছে। তাদের বয়সের কারনে ভুল পথের দিকে চলে যাচ্ছে। এই মাদকাসক্ত থেকে রোধ করার একমাত্র অবলম্বন খেলাধুলা। ওই সময় তিনি প্রত্যেক অভিভাবকদেরকেও সচেতন হওয়ার আহবান জানান।