দীর্ঘ ৯ বছর পর ব্রাজিলের জাতীয় দলে জায়গা পেয়েছেন একসময়কার অন্যতম সেরা মিডফিল্ডার অস্কার। বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। এবার তার সঙ্গে ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। আগামী ৭ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন সেলেসাও কোচ।
এর আগে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম তারকা ছিলেন অস্কার। ২০১৬ সালে ব্রাজিলের হয়ে সবশেষ খেলেছিলেন তিনি। দীর্ঘদিন চাইনিজ লিগে খেলার পর গত জানুয়ারিতে সাও পাওলোতে যোগ দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। প্রায় দীর্ঘ ৯ বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।
খেলা Read more from
খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে জয়ে ফিরল রাজশাহী
সমতায় শেষ ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ
সিলেটকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক চিটাগং কিংসের
অন্যদিকে ইনজুরিকবলিত নেইমার সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। গত বছরের শেষ দিকে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়ে উঠেনি তার। যদি সম্প্রতি সান্তোসে ফিরে দুর্দান্ত ফর্মে রয়েছেন নেইমার। তাই তো নেইমারকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ দরিভাল।