Dhaka, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ফাহমিদুল ইস্যুতে টিম বাস ঘেরাওয়ের হুমকি ফুটবল ভক্তদের

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫, ০২:৩৪ এএম
Bangla Today News

আর মাত্র কয়েকদিন পর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল। এই ম্যাচের আগে আলোচনায় হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। হামজা সরাসরি দেশে আসলেও সৌদিতে ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল। এই দুই প্রবাসী ফুটবলারকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল ভক্তরা।

কিন্তু হামজা ভারত ম্যাচের স্কোয়াডে থাকলেও ফাহমিদুলকে ইতালি পাঠিয়ে দিয়েছে বাফুফে। যে কারণে সমালোচনার ঝড় বয়ছে দেশের ফুটবলে। ফাহমিদুলকে বাদ দেওয়ায় দেশের সকল ফুটবল ফ্যানব্যাজ মিলে বাফুফে ভবনের সামনে একত্রিত হয়েছে। 

দেশের ফুটবল সমর্থকদের গ্রুপ বাংলাদেশ ফুটবল আলট্রাস এবং সাধারণ ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে ‘লং মার্চ টু বাফুফে’ নামের কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরত সমর্থকদের দাবি, ফুটবলের সিন্ডিকেটের কারণেই ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে।

 

বুধবার (১৯ মার্চ) দুপুর ১টায় বাংলাদেশ দল নিয়ে সংবাদ সম্মেলন করবেন কোচ কাবরেরা। সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচকে ফাহমিদুলকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ ব্যাখা করতে বলা হয়েছে আন্দোলনরতদের পক্ষ থেকে।

 

এ ছাড়া ফাহামিদুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ফুটবল সমর্থকরা। এ জন্য তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এই অসদাচরণের জন্য দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে এমনটা না হলে টিম বাস ঘেরাও করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।

এর আগে ফাহমিদুলকে না আনার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। সৌদি থেকে দেশে ফিরে তিনি বলেন, ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরও কিছু সময় প্রয়োজন। 

অথচ ইতালিয়ান ফুটবলে চতুর্থ ডিভিশনে খেলা ফাহমিদুলকে খুঁজে বের করেছিলেন কাবরেরাই। তার ইচ্ছাতেই সৌদির ক্যাম্পে রাখা হয়েছিল ১৮ বছর বয়সী এই উদীয়মান ফুটবলারকে। এমনকি অনুশীলনে গোলের হ্যাটট্রিক করেছিলেন তিনি। এমন একজন খেলোয়াড়কে বাদ দেওয়ায় হতাশ সমর্থকরা।  

 

Leave a comment