Dhaka, বুধবার, মার্চ ১২, ২০২৫

নোবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনীতি নিষিদ্ধ

Staff Correspondent

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৩ এএম
Bangla Today News

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা ও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের সর্ব প্রকার দলীয় রাজনীতি বা রাজনৈতিক দলসমূহের সহযোগী/অঙ্গ/ভাতৃপ্রতিম সংগঠনসমূহের সাথে যুক্ত হয়ে প্রকাশ্য বা অপ্রকাশ্য কোন কার্যক্রম গ্রহণ ও সর্বপ্রকার দলাদলি নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, নোবিপ্রবি অ্যাক্ট-২০০১ এর ধারা ৪৭ (৫) ও (৬) মোতাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোন প্রকার দলীয় রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হওয়া বা রাজনৈতিক মতামত প্রচারের কোন সুযোগ নেই। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রথম রিজেন্ট বোর্ডের ৪৫তম আলোচ্যসূচীর সিদ্ধান্তেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের বিশ বছর রাজনীতি অথবা সর্ব প্রকার দলাদলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লিখিত বিধি-বিধানের আলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সর্ব প্রকার রাজনীতি, রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়া বা রাজনৈতিক মতামত প্রচার করা ও সর্ব প্রকার দলাদলি নিষিদ্ধ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরো বলা হয়,এ সিদ্ধান্ত লংঘনকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃংখলা ভঙ্গের দায়ে বিধি মোতাবেক শান্তিমূলক ব্যবস্হা গ্রহন করা হবে।


- তাহমীম শাদমান খান
নোবিপ্রবি
 

Leave a comment