Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

শেখ হাসিনাকে মহিলা ফেরাউন হিসেবে আখ্যায়িত করলেন রিজভী

Siam Islam

Siam Islam

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪৯ পিএম
Bangla Today News

বাংলাদেশের রাজনীতির উত্তপ্ত পরিবেশে সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শেখ হাসিনাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ১৬ সেপ্টেম্বর বগুড়ার চক আকাশতারা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শেখ হাসিনাকে 'মহিলা ফেরাউন' হিসেবে অভিহিত করেন। রিজভী অভিযোগ করেন যে, গত ১৬ বছর ধরে শেখ হাসিনা দেশের জনগণের ওপর অত্যাচার চালিয়ে এসেছেন এবং তাকে অপসারণের জন্য কচি শিশুরা আন্দোলনে নেমেছিল।

রিজভী বলেন, শেখ হাসিনার অত্যাচারে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আন্দোলন করেছেন, এবং সেই সাহসিকতা ইতিহাসের অংশ হয়ে থাকবে। তার মতে, শেখ হাসিনা ভুলে গিয়েছিলেন যে, এ দেশ কখনও জালিমকে ক্ষমতায় রাখে না। তিনি শেখ হাসিনাকে 'ভণ্ড' ও 'মুর্খ' প্রধানমন্ত্রী বলেও অভিহিত করেছেন এবং মন্তব্য করেছেন যে, জনগণ যখন তাকে আর পছন্দ করেনি, তখন তার উচিত ছিল ক্ষমতা ছাড়ার।

তিনি আরো দাবি করেন যে, শেখ হাসিনার পরিবারের সদস্যরা 'মিসকিনদের' জমি ছিনতাই করেছেন এবং আওয়ামী লীগ শিশুদের প্রাণ নিয়ে খেলছে। রিজভী বলছেন, শেখ হাসিনার ক্ষমতার প্রতি লোভ এতটাই বৃদ্ধি পেয়েছে যে, তিনি জনগণকে খুন করতে দ্বিধাবোধ করেননি। তিনি অভিযোগ করেন যে, শেখ হাসিনা দেশের টাকা লুট করেছেন এবং সেই টাকা দিয়ে জনগণের বিরুদ্ধে অস্ত্র কেনা হয়েছে, যার মাধ্যমে তার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে।

রিজভী জানান, শেখ হাসিনা যতই দেশে ফিরে আসবেন, ততই দেশে অন্ধকার এবং রক্তপাত বেড়ে যাবে। তিনি উল্লেখ করেন যে, গত ১৫-১৬ বছর ধরে দেশে কোনো সুবিচার ছিল না এবং বিচার বিভাগ সম্পূর্ণভাবে শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল।

Leave a comment