Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

ফরিদপুরে ‘অপ্রকৃতিস্থ’ ব্যক্তি গ্রেপ্তার, পুলিশ বলছে ‘হিন্দিভাষী’

Siam Islam

Siam Islam

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৫ পিএম
Bangla Today News

ফরিদপুরের ভাঙ্গা বাজারের হরি মন্দির ও কালি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সঞ্জিত বিশ্বাস নামে একজন হিন্দিভাষী ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) ভাঙ্গা বাজারের কালি মন্দিরের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সদরদপ্তর জানায়, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হরি মন্দিরের কার্তিক ঠাকুর, ময়ূর, ঘোড়া এবং কালি মন্দিরের গণেশের বিভিন্ন অংশ ভাঙা হয়েছে বলে দেখা যায়। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেয়।

তদন্তের সময় কালি মন্দিরের পাশে একটি পরিত্যক্ত খাটের কাছে শয়নরত অবস্থায় দুজনকে পাওয়া যায়। তাদের মধ্যে একজনকে স্থানীয়রা চিনলেও অন্যজন (সঞ্জিত বিশ্বাস) তার পরিচয় গোপন করেন। পরে হিন্দি ও বাংলা মিশ্রিত ভাষায় কথা বলার কারণে সন্দেহভাজন হিসেবে তাকে থানায় নিয়ে আসা হয় এবং নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়।

সঞ্জিত বিশ্বাস একজন ভারতীয় নাগরিক, যার বাবার নাম নিশি কান্ত বিশ্বাস। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a comment