ঢাবিতে এক যুবককে পিটিয়ে হত্যা সহ বিচারবহির্ভূত যত হত্যা, মব জাস্টিস ও শিক্ষাঙ্গনে সকল ধরণের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আইন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক শহিদুল ইসলাম শাহেদের সঞ্চালনায় সমাবেশে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এসময় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খাজা আহমেদ বলেন, "একজন মানুষ যে রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাসের অধিকারী হোক না কেনো তাকে পিটিয়ে মেরে ফেলার মতো অধিকার কেউ রাখে না। আওয়ামী সরকারের দুঃশাসনকালে যে সিলসিলা তৈরি হয়েছিল নতুন বাংলাদেশে তার বিস্তার ঘটতে দেওয়া যাবে না।"
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসাইন বলেন, "আমরা আমাদের সহপাঠী, ভাই-বোন ও বন্ধুদের বলতে চাই, এভাবে বিচারবর্হিভূত হত্যা কোনোভানেই মানা যায় না। আমাদের দাবি থাকবে, কেউ যদি কোনো অন্যায় করে তার বিচার করবে প্রশাসন। প্রয়োজনে শিক্ষার্থীরা প্রশাসনকে সাহায্য করবে। কিন্তু কোনোভাবেই মব জাস্টিস মেনে নেওয়া হবে না।"