Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

চাকরি হারালেন আন্দোলনকারীদের ‘টোকাই’ বলে ব্যঙ্গ করা সেই জ্যোতি

Mohin Talukder

Mohin Talukder

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৪, ০৯:০৩ পিএম
Bangla Today News

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে ব্যঙ্গ করায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে চাকরি থেকে বরখাস্ত করেছে শিল্পকলা একাডেমি।

জ্যোতি ছাড়াও শিল্পকলা একাডেমির চার চুক্তিভিত্তিক পরিচালককে বরখাস্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার তাদের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। জ্যোতিকা জ্যোতি 13 মার্চ 2023 থেকে দুই বছরের চুক্তিতে একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক হিসাবে নিযুক্ত হন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জ্যোতিকা জ্যোতির মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। জ্যোতি ছাড়াও শিল্পকলা একাডেমির চার চুক্তিভিত্তিক পরিচালককে বরখাস্ত করা হয়েছে।

ফেসবুকে অব্যাহতি বিজ্ঞপ্তির একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'প্রজ্ঞাপনের মাধ্যমে আমার প্রথম সরকারি চাকরি শেষ হলো। বর্তমান অন্তর্বর্তী সরকার আমার মেয়াদ থাকা সত্ত্বেও আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। আজ (১ অক্টোবর) থেকে আমি আর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বে থাকছি না।

জ্যোতি বলেন, "দেড় বছরের এই যাত্রায় যারা আমাকে নতুন অভিজ্ঞতা দিয়ে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।"

গত ৫ আগস্ট সরকার পতনের পর পরিস্থিতি বিবেচনায় তিনি কর্মস্থলে হাজির হননি। সৈয়দ জামিল আহমেদ চারুকলা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগের খবর পেয়ে গত ১৭ সেপ্টেম্বর নিজ কর্মস্থলে যান জ্যোতি। সেখানে তার সহকর্মীরা হামলার শিকার হন এই অভিনেত্রী। এরপর পরিচালক পদ থেকে অব্যাহতি পান জ্যোতিকা জ্যোতি।

প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের সময় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের আমলে জ্যোতি চুক্তিভিত্তিক শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পান। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে 'আলো আশা' নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেন তিনি। ছাত্র নির্যাতনের সময় তাকে আওয়ামী লীগ সরকারের গুণগান গাইতে দেখা যায়।

Leave a comment