Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শনিবার

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৪, ০৭:২৬ এএম
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শনিবার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী শনিবার (৫ অক্টোবর) ধারাবাহিকভাবে সংলাপ শুরু হবে। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। এর আগে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা আলোচনা করেন।

বুধবার (২ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, "উপদেষ্টা বোর্ড এর আগে দুই দফায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন।"

আলোচনায় ছয়টি উপদেষ্টা কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। শফিকুল আলম বলেন, এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে।


 

Leave a comment