Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করলেন এক সমন্বয়ক

Mohin Talukder

Mohin Talukder

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৪, ১০:৫৪ এএম
Bangla Today News

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জ্যাব) শাখার অন্যতম সমন্বয়কারী হাসিব তানভীর, ক্ষমতাকে কেন্দ্রীভূত করার এবং ব্যক্তি পর্যায়ে এটিকে কুক্ষিগত করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (২ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন। হাসিব তানভীর ফেসবুক পোস্টে লিখেছেন, আমি শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার সমন্বয়ক কমিটিতে ছিলাম। এই প্লাটফর্ম একটি নির্দিষ্ট সময়ে দেশের বিপুল ছাত্র জনগোষ্ঠীকে নেতৃত্ব দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। পরে, কেন্দ্র থেকে ব্যক্তি পর্যায়ে এই প্ল্যাটফর্মে কিছু ব্যক্তির ক্ষমতা কুড়াল করার চেষ্টা বিশেষভাবে লক্ষণীয়। এটি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেনি বরং নতুন বৈষম্য সৃষ্টি করেছে।

এমতাবস্থায় এই প্ল্যাটফর্ম নিয়ে মহাসড়কে একসঙ্গে হাঁটা ঠিক হবে বলে মনে করি না। এই প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কেন্দ্রীয় সমন্বয়কারী আরিফ সোহেল বলতে পারবেন ক্ষমতা অক্ষীয় রাখার বিষয়ে তিনি কী বোঝাতেন। এই মুহূর্তে মন্তব্য করতে চান না. উল্লেখ্য, হাসিব তানভীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্র।

Leave a comment