ফেনীর দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঈদে নতুন নোট বিতরণ স্থগিত, কারণ জানা গেল
কুমিল্লায় সদর দক্ষিনের সাবেক দুই উপজেলা চেয়ারম্যানসহ ২৯৬ জনের বিরুদ্ধে নতুন মামলা
বিচার ও সংস্কার কতটুকু হলো ‘কড়ায় গণ্ডায়’ জবাব নেব : নাহিদ
নিহতরা হলো- ওই এলাকার আমিন উল্ল্যাহ মৌলভী বাড়ির আলাউদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয়(১০) ও সালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিলয় ও নাজিফা বাড়ির পাশে খালি জায়গায় খেলা করছিল। এ সময় সেখানে জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক লাইনের ছেঁড়া তারে আশপাশের জায়গাগুলো বিদ্যুতায়িত হয়ে যায়। খেলতে খেলতে এক সময় শিশু নিলয় ও পরে নাজিফা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।