শেরপুর ও ময়মনসিংহে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যায় ১৬৩টি গ্রাম প্লাবিত হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, তলিয়ে গেছে ফসলি জমি এবং ভেসে গেছে পুকুরের মাছ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বেড়ে যাওয়ায় নদীর বাঁধ ভেঙে ও উপচে পড়ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পানি বৃদ্ধি পেয়ে শেরপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। ঝিনাইগাতীসহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। রানীশিমুল ও সিঙ্গাবরুণা ইউনিয়নের প্রায় ১৩ গ্রামের দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
Shamim Osman and his forces opened fire on the students
রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ২য় সভা অনুষ্ঠিত
কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার
ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বাঁধ ভেঙে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, টানা বৃষ্টির ফলে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।