Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

ভূঞাপুরে অনলাইন জুয়ার সালিশে এক যুবক খুন, আহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৪, ০৩:০০ এএম
Bangla Today News




টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে সালিশি বৈঠকে মুসলিম নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুসলিমের বাবা ও চাচা সহ আরো ৬ জন আহত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা ব্রিজপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল থেকে হালিম নামে একজনকে তাৎক্ষণিক আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। 

জানা যায়, নিকরাইলের রাকিব ও সুজনের এক ভাগ্নের সঙ্গে অনলাইন জুয়ার মূলহোতা নয়নের সাথে টাকা লেনদেন নিয়ে বিরোধের সুত্রপাত। পরে সমাধানের লক্ষে স্থানীয় মাতাব্বররা শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষ নিয়ে সালিশি বৈঠক বসে। এতে মাতাব্বরদের কে অনলাইন জুয়ার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছিলেন মুসলিম। 

এতে রাকিব ও সুজনের ভাগ্নে মুসলিমের উপর ক্ষিপ্ত হয়ে যায়। একপর্যায়ে রাকিব তাদের সঙ্গীদের ফোন করে সালিশে ঢাকেন। পরে তারা ধারালো অস্ত্র নিয়ে এসে মুসলিমের উপর হামলা করে। স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যান মুসলিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িত হালিম নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়াও ঘটনায় জড়িত বাকী অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।


হাদী চকদার 
টাঙ্গাইল প্রতিনিধি 

Leave a comment