Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

গাজীপুর মহানগরে জাতীয় পার্টির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৪, ০৩:১০ এএম
Bangla Today News

 

 

গাজীপুর মহানগর গাছা থানা ৩৬ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে আবুল কাশেমকে সভাপতি ও মামুন মোল্লাকে সাধারণ সম্পাদক করে  ৪১ সদস্য কমিটি অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার বিকালে মহানগরের ইছর বাজারে অনুষ্ঠিত সভায় ওই ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. ফরিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক মো. শরীফুল ইসলাম শরীফ।

বিশেষ অতিথি ছিলেন গাছা থানা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট মোস্তফা জামান,  সদস্য সচিব আবদুল মালেক, জাতীয় পার্টি নেতা মো. সোনা মিয়া, তৌহিদুল ইসলাম মজনু, গাজীপুর  মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক কেএম সোলায়মান, ফজলুল হক, আবুল কাসেম, মো. মামুন মোল্লা প্রমুখ।

সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের সহধর্মিণী শেরীফা কাদের, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দিপুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।

গাজীপুর প্রতিনিধি 
মোঃ শাহাদাত হোসেন 

Leave a comment