কুমিল্লায় বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রাম থেকে স্থানীয় স্কুলের ছাত্রের নিখোঁজের ৬ দিন পর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে নিমসার এলাকায় একটি পুকুরে ভাসমান লাশ উদ্ধার করে বুড়িচং থানাধীন দেবপুর ফাড়ি পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়ার একটি পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত স্কুল ছাত্র ইয়াসিন (৯) বুড়িচং উপজেলার পূর্ণমতী গ্রামের আক্কাস মিয়ার ছেলে। সে পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ছিল।
থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের চা দোকানদার আক্কাস মিয়ার ছেলে ইয়াসিন গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় পূর্ণমতি বাজার থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর তাকে বহু খোজাখুজি করে কোথাও না পেয়ে গত ১ অক্টোবর বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার পরিহল পাড়ার ব্যবসায়ী শাহীনের পুকুরে একটি অজ্ঞাত মরদেহ পঁচা দুর্গন্ধ ছড়ায় এবং ভাসতে দেখে স্থানীয়রা বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মোঃ শামীম আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থা মরদেহ উদ্ধার করে। নিহতের মুখে ও গলায় গামছা বাঁধা ছিলো। ধারনা করা হচ্ছে গত ৩-৪ দিন আগে ছেলেটিকে হত্যা করে পানিতে ফেলা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।