কুমিল্লা ব্রাক্ষনপাড়া শশীদলের আশাবাড়ি এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ৩ শত পিছ ইয়াবা নগদ অর্থ ও একটি পাসপোর্টসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার শশীদল ইউপির আশাবাড়ি এলাকা থেকে তাকে আটক করে যৌথবাহিনী।
আটককৃত আসামি মো: হানিফ মিয়া (৫০) উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি গ্রামের মৃত. আবুল খালেকের ছেলে।
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শিক্ষার্থীদের কাছে নতুন বই কবে পৌঁছাতে পারে, জানালেন শিক্ষা উপদেষ্টা
শিক্ষাকে যুগোপযোগী করতে আমূল সংস্কারের পরিকল্পনা করছেসরকার -শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী
যৌথবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে মোঃ হানিফ মিয়া ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭৩০০ পিছ ইয়াবা, নগদ ১,৮৩,৪৪০.০০ টাকা, ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১ টি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক উল্লাহ জানান, আটককৃত আসামিকে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।