Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

কুমিল্লা বাগমারায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৪, ০২:২৭ এএম
Bangla Today News

কুমিল্লা লালমাই উপজেলার ঢাকা-চট্রগ্রাম রেলপথের বাগমারা এলাকায় চট্রলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টায় বাগমারা সৈয়দপুরস্থ রেললাইন থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত যুবকটির মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।

প্রত‍্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় অজ্ঞাত এক যুবক বাগমারা রেল ব্রিজের উত্তর মাথায় চট্টগ্রাম অভিমুখী চট্টলা ট্রেনে কাটা পড়ে একটি পা ব্রিজের উত্তর মাথায় পড়ে থাকলেও দেহটি ব্রিজের দক্ষিণ মাথায় গিয়ে পড়ে। নিহত যুবকের পরনে কালো রংয়ের একটি প্যান্ট পরা। খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেসের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে হাত-পা থেকে শরীর বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য মরদেহ সিআইডিতে প্রেরণ করেছি বলে তিনি জানান।

Leave a comment