Dhaka, মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপি'র ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৪, ০২:৫৬ পিএম
Bangla Today News

 

 

রাজশাহীর নগরীর পুলিশ লাইন্স ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীতে নিরাপত্তা ডিউটিতে মোতায়নকৃত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন আরএমপি'র পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান।

মঙ্গলবার ৮ অক্টোবর সকাল দশটায় সভাপতির বক্তৃতায় পুলিশ কমিশনার দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয়-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, অর্পিত দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য  দেখানো যাবে না বরং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। পূজাকমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করার নির্দেশনা দেনতিনি। সকলের সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

দুর্গাপূজায় বিঘœ সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতা রোধে আরএমপি'র তথ্য সেবা কেন্দ্রের হটলাইন নম্বরে ও পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলকে আহ্বান জানান পুলিশ কমিশনার। তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে মহানগরীর পূজা উদযাপন কমিটি’র নেতৃবৃন্দ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো: রশীদুল হাসান, পিপিএম ও মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, আরএমপি'র তথ্য ও  সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯)  এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮।

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

Leave a comment