Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

কুমিল্লা সদর দক্ষিণে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৪, ০৯:৪৯ পিএম
Bangla Today News

কুমিল্লা সদর দক্ষিণের পাহাড়পুর গ্রামের যশপুর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে কামাল হোসেন নামে এক বাংলাদেশি যুবককে হত্যার পর তার লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে।  

সোমবার (৭ অক্টোবর) রাত আনুমানিক আটটায় জেলার সদর দক্ষিণ উপজেলা গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন (৩২) উপজেলার গলিয়ারা ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল কামাল। এসময়  বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে বিএসএফ একটি অ্যাম্বুল্যান্সে করে তাঁর লাশ নিয়ে যায়।

এবিষয়ে নিহতের বড় ভাই হিরন মিয়া জানান, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে ভারতীয় সীমান্তের ২৫ গজ ভেতরে আমার ভাই কামাল গিয়েছিল বলে তাকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে। পরে বিএসএফ ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের লাশ তুলে নিয়ে যায়। আমার ভাই মাদক ও চোরাকারবারে যুক্ত ছিল না। এসব অভিযোগ ভিত্তিহীন। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, নিহতের লাশ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফর সাথে আলোচনা চলছে। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

Leave a comment