Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

পটলখেতে আ’লীগ কর্মীর রহস্যজনক মৃত্যু

রবি সরকার

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪, ০২:৫২ এএম
Bangla Today News

 

 

রাজশাহীর মোহনপুরে একটি পটলখেত থেকে আওয়ামী লীগের কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) সকাল ৭.১৫টার সময় উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। নিহতের নাম শাহাবুল ইসলাম (৪০)। তিনি কেশরহাট পৌরসভার মোল্লাাপুকুর এলাকার গুপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। 

শাহাবুল মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হন। সারাদিন বাড়ি না ফেরায়, রাত থেকে তার পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বুধবার সকালে স্থানীয় একজন কৃষক জমিতে কাজে গেলে শাহাবুলের মরদেহ দেখতে পান। স্থানীয়দের তথ্যমতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহটি উদ্ধার করেছে বলে জানান, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, প্রাথমিক তদন্ততে লাশটির পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল রহস্য উদঘাট করা সম্ভব হবে।

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী 

Leave a comment