Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪, ০৩:০৬ এএম
Bangla Today News

 

 

 'ধর্ম যার যার রাষ্ট্র সভার 'এই প্রতিপাদ্য কে সামনে রেখে শারদীয় দুর্গোৎসব ১৪৩১ উপলক্ষে শেরপুরে  বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুর ১টায় জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে জেলা শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রা শেষে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী।এসময় অন্যান্যদের মধ্যে  জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন, শেরপুর পৌরসভার কাউন্সিলর মো. হাবিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে, জেলা বিএনপি নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্য হযরত আলী বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছে, সবসময় থাকবো এবং সহযোগিতা করবো।  আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই।


মনিরুজ্জামান মনির 
শেরপুর জেলা প্রতিনিধি 
 

Leave a comment