মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বালিশিরা রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
এস আলম পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
পুলিশ সূত্রে জানা গেছে, সালাহ উদ্দিন মাহমুদ শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। সর্বশেষ তিনি শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি কর্মসূচিতে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ কক্ষে গেলে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। পরে পুলিশ এসে বিকল্প উপায়ে জানালা দিয়ে কক্ষে প্রবেশ করে। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সকালে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। গতকাল রাত ১০টা থেকে আজ সকাল সাড়ে ৮টার মধ্যে যে কোনো সময় তিনি মারা যান।