Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

নাম, চেহারা দেখেই প্লেয়ার্স ড্রাফটের গ্রেডিং কি না প্রশ্ন কায়েসের

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৪, ০৩:৫৭ এএম
Bangla Today News

এরই মধ্যে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের উত্তেজনা। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। এর আগে প্লেয়ারদের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। যেখানে ‘এ’ শ্রেণীর ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ছয়টি বিভাগে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে।

‘সি’ ক্যাটাগরিতে আছেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। তালিকা প্রকাশের পর ক্যাটাগরি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আজ (শুক্রবার) এই ব্যাটারকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন টাইগার।


প্লেয়ার্স ড্রাফটের গ্রেডিং প্রসঙ্গে ইমরুল কায়েস বলেন, আমি বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে ক্রিকেটারদের গ্রেডিং নিয়ে ভাবছি, আসলে কিসের ভিত্তিতে গ্রেডিং করা হয়। জাতীয় দল, সারা বছর ঘরোয়া পারফরম্যান্স , বিপিএলের পারফরম্যান্স বা সারা বছর ক্রিকেটের ধারেকাছে না থাকা ক্রিকেটারকে 'বি' গ্রেডে রাখা হয়েছে শুধু নাম বা চেহারা দেখেই খসড়া নির্ধারণ করা হয়?

জাতীয় দলে জায়গা হারিয়ে বিপিএলে ভালো করতে না পারার মূল্য দিতে হয়েছে বলে জানিয়েছেন ইমরুল কায়েস। তিনি বলেন, বিপিএল 2018-19 মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ভালো করতে পারিনি। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর জাতীয় দল থেকে বাদ পড়েছিলাম। পরে বিসিবির একজন কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি বলেন, বিপিএলে আমার পারফরম্যান্স ভালো ছিল না। আশানুরূপ পারফর্ম করতে না পারায় বিনা দ্বিধায় এমন সিদ্ধান্ত মেনে নিলাম।

তিনি আরও বলেন, জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি। আমি 2019-20 মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে 13 ম্যাচে 442 রান করেছি। কিন্তু এমন পারফরম্যান্সের পরও আমাকে জাতীয় দলে ডাকা হয়নি। এমনকি জাতীয় দলকেও রাখা হয়নি কোনো ক্যাম্পে। কিন্তু বিপিএল ছাড়া পারফর্ম না করলে? কিন্তু পারফর্ম করলে সেটাও আমলে নেওয়া হয় না। আমাদের ক্রিকেট দুর্দশা কি শেষ হবে না?

Leave a comment