Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

বিপিএলে এখন পর্যন্ত দল পাননি মাহমুদউল্লাহ

Md Jahid

Md Jahid

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৪, ০৯:০৯ পিএম
Bangla Today News

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরের প্রতিযোগিতা শুরু হয়েছে। ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটারকে দলে টানছে। অনেক ক্রিকেটারকেও ধরে রাখা হয়েছে। তবে এই দুই ধারায় এতদিন দল পাননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পাশাপাশি দলের প্রথম শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন তিনি। তবে চলতি মৌসুমে তামিম ও মুশফিককে ধরে রাখলেও রিয়াদকে ধরে রাখেনি ফরচুন বরিশাল। ফলে প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাবে এই অভিজ্ঞ ক্রিকেটার।

ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন ধরে রাখার নিয়মে দুজনকে ধরে রাখতে পারবে। সেই হিসেবে মুশফিক ও তামিমকে ধরে রেখেছে বরিশাল। এ ছাড়া সরাসরি চুক্তিতে খেলবেন তাওহীদ হৃদয়। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান দেশটির একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের আসরে বিদেশি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের ডেভিড মালান ও ফাহিম আশরাফকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে বরিশালের। গতবার প্রায় পুরো মৌসুম খেললেও এবার তাকে পুরো সময় পাচ্ছে না বরিশাল। তিনি এবং ডেভিড মিলার টুর্নামেন্ট শেষে বরিশালের স্কোয়াডে যোগ দেবেন।

কোচিং স্টাফেও আসছে পরিবর্তন। গতবার বরিশালের ডাগআউটে অভিজ্ঞ কোচ ডেভ হোয়াটমোর থাকলেও এবার থাকছেন না তিনি। প্রধান কোচ হিসেবে থাকবেন মিজানুর রহমান বাবুল। এছাড়া ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন নাফিস ইকবাল।

চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। টুর্নামেন্টের আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। 188 জন স্থানীয় ক্রিকেটারকে ছয়টি বিভাগে খসড়ার জন্য বাছাই করা হয়েছে।

Leave a comment