আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছেন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযুক্তদের ১৮ নভেম্বরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই পরোয়ানা জারি করেন। একই দিনে গণহত্যার অভিযোগে লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নতুন ভাবে শুরু করার প্রত্যয় নিয়ে শ্রীপুরের ২নং গাজীপুরে ইউনিয়নে নতুন চেয়ারম্যানের অভিষেক
চবিতে 'জাতীয় বিতর্ক উৎসব' ২০২৪ অনুষ্ঠিত
অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, "তদন্তের স্বার্থে এ মুহূর্তে সবার নাম প্রকাশ করা হচ্ছে না।"