কুমিল্লা চৌদ্দগ্রামে দোলবাড়ি এলাকায় ৪৭ ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে জেলার চৌদ্দগ্রাম উপজেলার দোলবাড়ি এলাকা থেকে তাকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামী মোঃ সাইফুল (৩০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া মিয়াবাড়ি গ্রামের মৃত সেলিম মিয়া এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দোলবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৭ ক্যান বিয়ারসহ মোঃ সাইফুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক (মিশুক) উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
ঈদে নতুন নোট বিতরণ স্থগিত, কারণ জানা গেল
বায়ুত্যাগের শব্দ শুনে আ. লীগ নেতাকে ধরল পুলিশ
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাসুদুল হক জানান, আটককূত আসামীকে প্রাথ জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত ইজিবাইক (মিশুক) ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিয়ার সংগ্রহ পূর্বক কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার রাতেই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।।