Dhaka, সোমবার, মার্চ ১০, ২০২৫

স্নিগ্ধ প্রধান নির্বাহী কর্মকর্তা ও সারজিস সাধারণ সম্পাদক হলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪, ০৭:৩৬ এএম
Bangla Today News

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, একটি সরকার অনুমোদিত অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, আজ তার নির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। সারজিস আলমকে সাধারণ সম্পাদক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

ফাউন্ডেশনটি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো শহীদ পরিবারগুলোকে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা ও পুনর্বাসন সুবিধা প্রদান করা।

Leave a comment