বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটির রূপরেখা ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আইডিতে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
পাঁচ দফা দাবিতে সরকার ও সেনাপ্রধানকে সমন্বয়কদের আল্টিমেটাম
খাগড়াছড়ি দীঘিনালাতে আবাম ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।
ধর্ম যার যার বাংলাদেশটি সবার, আমরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবো- সাবেক এমপি রুমানা মাহমুদ
কমিটি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম বলেন, প্রথমত যারা ভুয়া সমন্বয় পরিচয় অপকর্মের সাথে জড়িত হচ্ছে, তাদেরকে আমরা আইনের আওতায় এনে শাস্তি দিতে পারে। এরপরেও আমাদের ভেতরেও যারা অসৎ উদ্দেশ্যে রয়েছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই স্পিড টিকে ধারণ করে না তাহলে যেন তাদেরকে বহিষ্কার করে যেন আইনের আওতায় আনতে পারি। এজন্য আমাদের স্ট্রাকচারটি প্রয়োজন। আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের লড়াই এখনো শেষ হয়ে যায়নি, আমাদের যে স্পিড সেটিকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই কেননা সামনের দিনের যুদ্ধটি আরো বেশি কঠিন হবে।