Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

কুমিল্লায় ১৮ দিনে ২৭ অভিযানে ৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪, ০৮:১৬ এএম
Bangla Today News

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কুমিল্লায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ১৮ দিনে ২৭ টি অভিযান পরিচালনা করেছে জেলা টাস্কফোর্স। বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে ৬৭টি প্রতিষ্ঠানকে। মোট জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার টাকা। এ সময়ে একজনকে বিনাশ্রম কারাদণ্ড ও প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। 

 

গত ১০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দ্রব্যমূল্যের উদ্যগতি ও সিন্ডিকেট নিরসনে সারাদেশে গঠিত জেলা পর্যায়ে টাস্কফোর্সের অংশ হিসেবে কুমিল্লায় এসব অভিযান পরিচালনা করা হয়। টাস্কফোর্সের সদস্য সচিব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, বিশেষ এ টাস্কফোর্স কমিটির সদস্য হিসেবে আছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা অতিরিক্ত প্রাণি সম্পদ কর্মকর্তা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, সিনিয়র সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর, জেলা খাদ্য অফিসের খাদ্য পরিদর্শক, ক্যাবের প্রতিনিধি এবং দুজন ছাত্র প্রতিনিধি। বিশেষ এ টিমের উদ্যোগে ইতোমধ্যে তদারকি করা হয়েছে নগরীর সকল নিত্যপণ্যের বাজার, চকবাজারের পাইকারি বাজার, নিমসার পাইকারি বাজার, কাবিলা, দেবপুর ও কংসনগর এলাকার কোল্ডস্টোরেজসমূহ। অভিযানগুলোতে দেখা হচ্ছে ক্রয় ও বিক্রয়ের তথ্য। পাকা ভাউচার আছে কিনা, বিক্রয়ের ভাউচার দেওয়া হচ্ছে কিনা এবং পাইকারি ও খুচরা দামের পার্থক্য ন্যুনতম আছে কিনা সেটিও তদারকরি সময় যাচাই করা হচ্ছে।

 

সর্বশেষ গত ২৭ অক্টোবর দেশের অন্যতম বৃহত্তম কাঁচা বাজার নিমসার বাজারে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। সে সময় বাজারের ব্যবসায়ীবৃন্দ টাস্ক ফোর্স এর কাছে অতিরিক্ত খাজনা ও অবৈধভাবে চাঁদা উঠানোর অভিযোগ করেন। এছাড়া বিভিন্ন ব্যবসায়ীরা অভিযোগ করেন, পাইকারদের কাছ থেকে বেশি দামে দ্রব্যমূল্য কেনা হয় বিধায় খুচরা মূল্যে ক্রেতাদের কাছ থেকে বেশি রাখতে হচ্ছে।

টাস্কফোর্সের সদস্য সচিব মো: আছাদুল ইসলাম আরো বলেন, টাস্কফোর্সে অভিযানের বড় অনিয়ম যেটি দেখা গেছে খুচরা বিক্রেতারা পাইকারি কেনার পাকা ভাউচার সংরক্ষণ করেন না। যে কারণে তারা ইচ্ছামত খুচরা দাম রাখতে পারেন। আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করার চেষ্টা করছি কেউ পাইকারি যে দামে কিনছে তার চেয়ে বেশি দামে খুচরা বিক্রি করছে কিনা। এমন অনিয়ম লক্ষ্য করলেই তাকে শাস্তি দেয়া হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এরই প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় জেলা পর্যায়ে ট্রাস্ক ফোর্স গঠন করে। টাস্কফোর্স বিভিন্ন খুচরা পণ্যের বাজারে অভিযান পরিচালনা করে। এছাড়াও টাস্ক ফোর্স এর পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে, অনিয়মকারী বিক্রেতাদের নজরদারি করা হচ্ছে।

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি








 

Leave a comment