জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (৪ নভেম্বর) খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে শুনানি হবে।
During the night heavy rain is forecast in the districts
ভারত থেকে দেশে আসছে ২৪ হাজার টন চাল
গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মেলন ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সাংবাদিকদের।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযোগে বলা হয়, এতিমখানা ট্রাস্টের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ এসব আসামিকে সাজা দেওয়া হয়েছে।
বাকি চার আসামি হলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। এদের মধ্যে তারিক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন।
বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ। পরে 2018 সালের 30 অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন খালেদা জিয়া, যার শুনানি হবে ১০ নভেম্বর।