দ্রব্যমূল্যে ক্রমাগত ঊর্ধ্বগতির প্রভাবে মধ্যবিত্ত শ্রেণির মানুষ যতোটা না ভুগছে তার চেয়েও খারাপ পরিস্থিতি স্বল্প আয়ের মানুষের। ফলে মধ্যবিত্ত থেকে স্বল্প আয়ের মানুষের জন্য দেশের বড় চেইন সুপারশপ ‘স্বপ্ন’ চিরচেনা নিয়মের বাইরে গিয়ে সম্প্রতি নিয়ে এসেছে একটি ব্যতিক্রমী উদ্যোগ।
চলতি মাস থেকে স্বপ্ন, গ্রাহকদের কেনার সুবিধার্থে গরুর মাংস ও আলু মিক্স কম্বো বিক্রি শুরু করে ১৬০ টাকায়। একটি পরিবারের এক বা দুবেলার মাংস-ভাতের আয়োজনে ক্রেতাদের জন্যে সুবিধাজনক এই প্যাক এনেছে ‘স্বপ্ন’। যা সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও গরুর মাংস ও আলু মিক্স কম্বো ছাড়াও এমন আরও ২০টির বেশি সাশ্রয়ী অফারে মিক্স কম্বো প্যাক বিক্রি হচ্ছে।
Chhatra League promises 'regular' student politics in BUET
Announcement of closure of educational institutions in 5 districts of the country including Dhaka
রমজানে বেশি চাহিদার পণ্য আমদানিতে এলসি মার্জিন ও ঋণসীমা উঠিয়ে দেয়া হবে -ড. আহসান এইচ মনসুর
বর্তমানে স্বপ্নে ২০-২৫টি কম্বো প্যাক বিক্রি হচ্ছে— যেখানে অল্প পরিমাণে মাছ-সবজি, মুড়িঘন্ট কম্বো, ইলিশ-কচুর মুখী কম্বো, মাংস- খিচুড়ি, কাটা ইলিশ, মিক্স সবজি থেকে শুরু করে রয়েছে বিকেলের নাস্তার প্যাক ।
উচ্চ খাদ্য মূল্যস্ফীতির এই সময়ে নিম্ন-মধ্যবিত্তদের সুবিধার্থে ২০০ গ্রাম গরুর মাংস ও ১০০ গ্রাম আলুর কম্বো প্যাক বিক্রি শুরু করেছে স্বপ্ন সুপার শপ। প্রতিষ্ঠানটির তথ্যমতে, মাত্র ৯ দিনে ১৬০ টাকা মূল্যের এই কম্বো প্যাক বিক্রি হয়েছে ৭৫,০০০টি— যা টাকার অঙ্কে ১ কোটি ২০ লাখ টাকা।
রবিবার (১০ নভেম্বর) তেজগাঁওয়ে নিজ অফিসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিজেদের সাম্প্রতিক ব্যবসায়িক মডেল সম্পর্কে চিন্তাভাবনা শেয়ার করেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির। এ সময় তিনি নানান বিষয় তুলে ধরেন।
স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, বর্তমানে স্বপ্নে ২০-২৫টি কম্বো প্যাক বিক্রি হচ্ছে— যেখানে অল্প পরিমাণে মাছ, মাংস, খিচুড়ি, মিক্স সবজি থেকে শুরু করে রয়েছে বিকেলের নাস্তার প্যাক। নিম্ন আয়ের মানুষ যাতে প্রয়োজনীয় পরিমাণ খাদ্যপণ্য সহজে কিনতে পারেন, সেই জন্যই স্বপ্ন এই আইডিয়া (ধারণা) নিয়ে এসেছে।
তিনি বলেন, "আমাদের যে কম্বো প্যাকগুলো চলছে, এর মধ্যে সর্বাধিক বিক্রিত হলো গরুর মাংস ও আলু— যেটা বিক্রি হচ্ছে ১৬০ টাকা। এখানে ১০ পিস গরুর মাংস ও ৩ পিস আলু রয়েছে।"