Rain with thunder is forecast in the four divisions Department of Meteorology
পান্থকুঞ্জ পার্ক-হাতিরঝিল ধ্বংস করে নির্মাণ কাজ বন্ধের দাবি
To return home before Eid Want hostage sailors
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবাদী সংগঠন 'প্লাস্টিকের বিনিময়ে বই' এর আয়োজনে 'বই বিনিময় উৎসব' অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীরা নিজেদের পুরোনো বই দিয়ে নতুন বই বিনিময়ের মাধ্যমে বইয়ের প্রতি ভালোবাসা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এটি অনুষ্ঠিত হয়।
বই বিনিময় করতে আসা পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, এখানে এসে পরিবেশের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। বইয়ের বিনিময়ে বই পাওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতার এমন একটি উদ্যোগকে সমর্থন করতে পেরে ভালো লাগছে।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমি আক্তার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, একদম নতুন এই আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। পরিবেশ রক্ষার এমন সুন্দর উদ্যোগে আরও অনেকেই অংশ নেবে বলে আশা করছি।
সংগঠনটির সাধারণ সম্পাদক আশিফ রায়হান জানান, বই বিনিময়ের মাধ্যমে আমরা একদিকে যেমন পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিচ্ছি, অন্যদিকে বইয়ের সাথে ভালোবাসার একটি বন্ধন তৈরি করছি। আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করবে।
সভাপতি মোবারক হোসেন বলেন, আমরা যখন পরিবেশ রক্ষার কথা ভাবি, তখন প্লাস্টিকের অপব্যবহার রোধ করা ও পুনর্ব্যবহারের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এই 'বই বিনিময় উৎসব' পরিবেশ রক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি দৃঢ় করার একটি নতুন উদ্যোগ।