Dhaka, শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

১ সপ্তাহের মধ্যে নির্বাহী কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪, ১০:১৭ এএম
Bangla Today News

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা আগামী এক সপ্তাহের মধ্যে একটি নির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজ এবং জেলা পর্যায় থেকে প্রতিনিধি থাকবে।

আব্দুল কাদের আরও জানান, সংগঠনের কাজ আরও সুচারুভাবে সম্পন্ন করতে একটি ‘অর্গানাইজিং টিম’ গঠন করা হবে, যা সেলভিত্তিক দায়িত্ব ভাগ করে কাজ করবে। এছাড়া, গঠিত অর্গানোগ্রাম বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এ মাসের মধ্যেই কার্যকর করা হবে।

১৫ নভেম্বর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১০০তম দিন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, সেদিন সংগঠনের সদস্যরা ঢাকায় আহতদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নেবেন এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। জেলা পর্যায়ে জেলা প্রতিনিধিরাও একইভাবে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

Leave a comment