আগামীকাল ১৫ নভেম্বর। জুলাই বিপ্লবের 100তম দিন। এ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের অমর সংগ্রামে যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন তাদের সম্মান জানাতে এবং আহত ও শহীদদের পরিবারের খোঁজখবর নিতে দেশব্যাপী বিশেষ কর্মসূচির আহ্বান জানিয়েছে।
বলা হয়, এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য হল জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করা এবং তাদের সম্মান জানানো। কর্মসূচিতে তারা শারীরিকভাবে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। তাদের পরিবারের কথা জেনে নিন। আর্থিক সহায়তা বা চিকিৎসা সংক্রান্ত অভিযোগ সংগ্রহ করুন। রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে মতামত বা পরামর্শ সংগ্রহ করুন। জুলাই বিপ্লবের দুঃখজনক স্মৃতি সংগ্রহ করুন। শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করবে।
আহতদের চিকিৎসা নিয়ে আন্দোলনে ‘স্বার্থের খেলা’ চলছে: সারজিস আলম
রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ ৫জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মেলন ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সাংবাদিকদের।
এ উদ্যোগকে সফল করতে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।