জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না দেওয়ায় হতাশ বিএনপি। সোমবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মঈনুদ্দিন-ফখরুদ্দিনের আমলের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতির অতীত অভিজ্ঞতা ভালো নয়, সরকার যুক্তিসঙ্গত সময়ের বেশি টিকে থাকলে ভুল ধারণা তৈরি হবে। মির্জা ফখরুল প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
কুমিল্লা বুড়িচংয়ে ট্রেনের কাটা পড়ে ৫ অটোরিকশা যাত্রী নিহত। আহত-২
This is the first relief ship to reach the coast of Gaza
Lifetime free bus fare for students injured in student movement
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় মওলানা ভাসানীর অনুসারী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা আন্দোলনের মূল হোতা। তাদের সাথে দূরত্ব তৈরি করা যায় না।
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে তার প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ঘোষণা হলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।
এ সময় বিএনপি মহাসচিব প্রশাসনে স্বৈরাচারী দোসররা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।