ধান মাড়াই করতে গিয়ে মেশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজগন্জের কামারখন্দে মাফিজুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
অটোপাসের দাবিতে আন্দোলনের মুখে ঢাকা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগ ঘোষণা
কুমিল্লায় জাপানি সৈনিকদের দেহাবশেষ উত্তোলন, করা হবে ডিএনএ পরীক্ষা
রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যে মালিক ও প্রতিনিধিদের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার বাড়াকান্দি বাঁশতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাফিজুল ইসলাম উপজেলার বাড়াকান্দি বাঁশতলা বাজার এলাকার কান্টু সরকারের ছেলে।
স্থানীয় বরাত দিয়ে রায়দৌলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, বাড়ির উঠানে ইলেক্ট্রনিক ধান ঝাড়া মেশিনে ধান মাড়াই করেছিলেন মাফিজুল। এসময় মেশিনটির তারের বিদ্যুতায়িত হলে তাতে জড়িয়ে পড়ে তিনি মারা যায়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি।
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি