10-storey building in Dhaka sold for Tk60,000!
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
Dr. will announce the final outline of the reform soon. Yunus
কুমিল্লা দাউদকান্দির বলদাখাল এলাকায় মিনি ট্রাকে করে গাঁজা পাচারকালে ২৮.৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে জেলায় দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামিরা হলো মোঃ সুয়েল রানা (২৭) পঞ্চগড় জেলার বোদা থানার উত্তর বগুড়া পাড়া গ্রামের মোঃ জমিনুল ইসলাম টুটুল এর ছেলে, মোঃ সোহেল রানা (২০) একই জেলার তেতুলিয়া থানার আজিজ নগর গ্রামের মোঃ মানিক মিয়া এর ছেলে এবং মোঃ সোহেল রানা (২৬) একই জেলার বোদা থানার বৈরাতি গ্রামের মৃত সোলাইমান আলী এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় মাদকদ্রব্য পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
ঘটনার সত্যাতা নিশ্চিত করে র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাসুদুল হাসান জানান, আটককৃত আসামিগণ দীর্ঘদিন ধরে জব্দকৃত মিনি ট্রাক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা দাউদকান্দি থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি