Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

পদত্যাগ করলেন হাইকোর্টের তিন বিচারপতি

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪, ০৭:৩৭ এএম
পদত্যাগ করলেন হাইকোর্টের তিন বিচারপতি

প্রায় পাঁচ বছর ধরে বিচার করতে বাধা দেওয়া হাইকোর্টের ওই তিন বিচারপতি অবশেষে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

 

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি একেএম জহিরুল হক পদত্যাগ করেছেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে এক স্বাক্ষরিত চিঠিতে এই তিন বিচারপতি তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

 

Leave a comment