Dhaka, বুধবার, মার্চ ১২, ২০২৫

প্রিজনভ্যানে চিৎকার দিয়ে জিয়াউল: ‘কখনোই আয়নাঘরে চাকরি করিনি’

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ০৩:৩২ পিএম
Bangla Today News

প্রিজন ভ্যান থেকে জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান বলেন, আমি কখনো আয়নায় কাজ করিনি। আমি গুম খুনের সাথে জড়িত নই।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকের কাছে চিৎকার করে তিনি এ দাবি করেন।


দুপুর দেড়টার দিকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল থেকে বের করে আনা হয়। সেই দিন তিনি প্রথমে বেরিয়ে এসে গণমাধ্যমকর্মীদের দিকে হাত নাড়লেন। সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দ্রুত হাত নামাতে বললে জিয়াউল আহসান হাত নামিয়ে দেন। প্রিজন ভ্যানের দিকে যাওয়ার সময় তিনি মিডিয়াকে বলতে থাকেন, 'আমি কখনো আয়নার ঘরে কাজ করিনি।'

জিয়াউল আহসানের দাবি সত্ত্বেও, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজকের শুনানিতে তাকে বসনিয়া-হার্জেগোভিনার ‘কসাই’ রাদোভান কারাদজিকের সঙ্গে তুলনা করেছেন।

জিয়াউল আহসান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আটজনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের কারাগারে রাখার নির্দেশ দেন আদালত। এই মামলার পরবর্তী শুনানির জন্য 19 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

Leave a comment