Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

পলাশবাড়ীতে জামায়াত-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুর।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪, ০১:০৪ এএম
Bangla Today News

 

মো:জাহিদুল ইসলাম ,প্রতিনিধি, গাইবান্ধা 

গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সাথে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়  ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ ৬-৭টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।প্রায় দু'ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় ইট পাটকেলের আঘাতে উভয়পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে, ২০ নভেম্বর বুধবার রাতে পলাশবাড়ী উপজেলায়  এ সময় ককটেল বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের জামায়াতের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত  অভিযোগ দেয়, ওই ইউনিয়নের সব ইউপি সদস্যরা। সেই বিষয়টি আজ উপজেলা পরিষদে সমাধান   হওয়ার কথা ছিল, তার আগেই বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে তর্ক বিতর্ক   শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রুপ নেয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ বলেন,জামায়াতের ছোড়া ইটের আঘাতে আমাদের ৪-৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।
উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ইট পাটকেলের আঘাতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো,পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ নিয়ন্ত্রণে আনেন,
 

Leave a comment