Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

ঝিনাইদহে আওয়ামী লীগের সাবেক দুই এমপির জামিন

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪, ০৬:৩৮ এএম
Bangla Today News

ঝিনাইদহে আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার ও তাহজিব আলম সিদ্দিকীকে জামিন দিয়েছেন আদালত।

 

রোববার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ এমরান চৌধুরী তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে কারাগার থেকে মুক্তি পান সাবেক দুই সংসদ সদস্য।

 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন তাদের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গত ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দ্দারকে শহরের আরাপপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

গত ৭ নভেম্বর ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজিব আলমকে ঢাকার নবীনগর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, একটি ঝিনাইদহ জামায়াতে ইসলামীর কর্মী আবদুস সালামকে হত্যার এবং অপরটি বিএনপি নেতার বাড়ি ও অফিসে আগুন দেওয়ার অভিযোগে। এসব মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।



 

Leave a comment