Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

চিন্ময় দাশকে গ্রেফতারের কারণ জানালেন উপদেষ্টা আসিফ

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪, ০১:০৩ এএম
Bangla Today News

বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের কারণ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, তাকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে গ্রেপ্তার করা হয়নি, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রংপুরের পীরগাছার চাওলা ইউনিয়নের পাওটানা কলেজ মাঠে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় ও অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বাজেটসহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে আসিফ আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে গোপালগঞ্জসহ দুটি জেলার উন্নয়ন হয়েছে। বাকি জেলার সঙ্গে বৈষম্য করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে রংপুরের মানুষ আর বৈষম্যের শিকার হবে না।

পরে প্রায় ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এদিকে ২৪ তারিখ প্রকাশ্য জানাজায় শহীদ পরিবারের সদস্যরা রাজমিস্ত্রি শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টস শ্রমিক শহীদ মামুন মিয়ার বাবা আসগর আলী ও শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম ভেঙ্গে পড়েন। তাদের দুঃখ প্রকাশ করার সময় চোখের জল।

Leave a comment