Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পল্টন থানার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪, ০৪:৩৮ এএম
Bangla Today News

 

আবু তাঈম সিজান, স্টাফ রিপোর্টার। 


মঙ্গলবার বিকাল ৩টার দিকে পল্টন থানা সংলগ্ন বিজয়নগর এলাকায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ১৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা  এবং ১৩ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব প্রার্থী মহসিন আলমের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীসহ দলের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ নিয়ে সম্মেলনে যোগদান করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

যুবদল নেতা মহসিন আলম বলেন, আমি যদি এই ওয়ার্ডের সদস্য সচিব নির্বাচিত হই, অন্তত এই ওয়ার্ডে কোনো চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানিসহ কোনো ধরনের অপরাধ সংগঠিত হবেনা, হতে দিবো না ইনশাআল্লাহ। তিনি বলেন, দলের দুর্দিনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমার আশা দলের সিনিয়র নেতৃবৃন্দ আমাকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ।
 

Leave a comment