Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

ভারতীয় গণমাধ্যমের দাবি মিথ্যা; নিহত সাইফুল চিন্ময়ের আইনজীবী না, জানালো সিএ প্রেস উইং ফ্যাক্টস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪, ১০:৫৭ পিএম
Bangla Today News

কিছু ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে চট্টগ্রামে নির্মমভাবে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন। এই দাবি মিথ্যা এবং বিভ্রান্তিকর, যা অসৎ উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাস চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে জমা দেওয়া ওকালতনামা-তে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার আইনজীবী হলেন অ্যাডভোকেট শুভাশিস শর্মা। এটি সাইফুল ইসলাম আলিফের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের কোনো সংযোগের দাবি সরাসরি খারিজ করে।

তারা প্রশাসন এবং সংশ্লিষ্টরা সাধারণ জনগণ এবং গণমাধ্যমকে এই বিষয়ে উস্কানিমূলক বা মিথ্যা প্রতিবেদন ছড়ানো বা সমর্থন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

Leave a comment