Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় র‍্যাব-৯ এর অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক-১।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪, ০১:৫৮ এএম
Bangla Today News

 


এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদলের তেতাভূমি এলাকায় র‍্যাব-৯ এর  অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর তেতাভূমি এলাকা থেক তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আসামি মনির হোসেন (৬৮) উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর তেতাভূমি গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি আভিধানিক দল হাবিলদার মো. সেজনু মিয়া উপজেলার শশীদল ইউপির তেতাভূমি এলাকায় অভিযান পরিচালনা করে মনির হোসেন নামে এক মাদক ব‍্যবসায়ীকে আটক করে। এসময় তার তার কাছ থেকে ৯ বোতল স্ক্যাফ সিরাপ, ১২ বোতল ফেনসিডিল, ৬ বোতল কিংফিশার বিয়ার ও ১২ টি ৫০০ গ্রাম ওজনের কিংফিশার ক্যান উদ্ধার করে র‍্যাব সদস্যরা। আটককৃত আসামি মনির হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
 

Leave a comment