Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

চোরায় মটরসাইকেল ইঞ্জিন ও চেসিস বিক্রয় করা চক্রের এক সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪, ০২:১৪ এএম
Bangla Today News

 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেলের বিশেষ কৌশলে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামি মো: মহব্বত আলী রয়েল (২৭)। সে  মহানগরীর রাজপাড়া থানার কেশবপুরের মো: কাওছার আলীর ছেলে।

বুধবার দুপুরে আরএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ২৫ নভেম্বর বিকেলে জেলার মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: মিজানুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান ডিউটি করছিলো। ওই সময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি মহব্বত আলী রয়েল ৩-৪ জনের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনা মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর বিশেষ কৌশলে পরিবর্তন করে বিক্রি করে আসছে। এমন একটি মোটরসাইকেল বিক্রির জন্য নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের সূত্রমতে ডিবি পুলিশের টিমটি বিকেল ৪.১৫টার সময় কাশিয়াডাঙ্গা থানাধীন চারখুটার মোড় থেকে আসামি মহব্বত আলী রয়েলকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে। প্রাথমিক  জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়েল তার কয়েকজন সহযোগীর মাধ্যমে মোটরসাইকেল চুরি করে এবং তার ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করে। তারা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কেনা-বেচার সাথে জড়িত। রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ২৫ নভেম্বর দিবাগত রাত ১.৪৫ টার সময় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে দামকুড়া থানার চর মাঝারদিয়াড় গ্রামে পদ্মা নদীর মধ্য চর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াছমিন।
 

Leave a comment