Dhaka, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

দেশে ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৭

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:৪৫ এএম
Bangla Today News

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় ৮৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৮৬ জন ঢাকা সিটি করপোরেশনের এবং বাকিরা ঢাকার বাইরের। এই সময়ে, হাসপাতাল থেকে 890 জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৪৪০ জন। এর মধ্যে ৮৬,৬৯৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। 482 জন মারা গেছে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন আর মৌসুমী নয়, সারা বছরই হয়ে থাকে। বৃষ্টি শুরু হলে তা বেড়ে যায়। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ব্যবহার করার পাশাপাশি সিটি করপোরেশনের উচিত সর্বত্র জনসচেতনতামূলক প্রচারণা চালানো। সেই সাথে সবাইকে সচেতন হতে হবে।

মশা নিয়ন্ত্রণে শুধু জেল, জরিমানা ও জনসচেতনতা দিয়ে কাজ হবে না বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর চৌধুরী। যথাযথ জরিপ পরিচালনা এবং দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জন।

Leave a comment