মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি ) প্রতিনিধিঃ- খাগড়াছড়ির পার্বত্য জেলা দীঘিনালা উপজেলার মনের মানুষ এলাকায় চুলার আগুনে পুড়ছে বসতঘরসহ দুই ব্যবসা প্রতিষ্ঠান।
কুমিল্লায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা নিহত ৩, আহত ১০
দেশের বাজারে কমলো সোনার দাম
I don't see the logic of agitation against the High Court verdict: Prime Minister
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার মেরুং ইউনিয়নের মাইনি রোড এর পথে মনের মানুষ বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। এতে করে একটি বসতঘর, একটি মুদি দোকান, লাইব্রেরিয়ান স্টেশনারি এন্ড কম্পিউটারের দোকান পুড়ছে। এতে করে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, আজ ভোরে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারনা করা হচ্ছে চুলার আগুন থেকে আগুনে সূত্রপাত ঘটে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনের মানুষ আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার তথ্য পেয়েছি।