Dhaka, রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫

বিচার চাইতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাবেন পিলখানায় শহীদ পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪, ০৬:৩৮ পিএম
Bangla Today News

পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। পরিবারের সদস্যরা শেখ হাসিনা, শেখ তাপস, শেখ পরশ ও জাহাঙ্গীর কবির নানকসহ তৎকালীন কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন।

সংবাদ সম্মেলনে এক শহীদ পরিবারের সদস্য বলেন, "শেখ হাসিনার স্পষ্ট মদদেই পিলখানায় ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তিনি সরাসরি এর সাথে জড়িত। এ জন্য সরকারে থেকে গত ১৫ বছর এই ইস‍্যু আলোচনায় আসতে দেয়নি। বিচারও হয়নি।"

পরিবারের সদস্যরা ২৫ ফেব্রুয়ারির আগে দিনটিকে "শহীদ সেনা দিবস" হিসেবে ঘোষণা করার দাবিও জানিয়েছেন। অন্য এক সদস্য বলেন, "প্রহসনের জন্য কিংবা লোক দেখানোর জন্য নয়, আমরা প্রকৃত বিচার দাবি করছি। খুনি সরকার ক্ষমতায় নেই, আশা করছি ন্যায়বিচার হবে।

Leave a comment